ঠিক যেন লক্ষ্মীর ভান্ডার, পাঞ্জাবে ক্ষমতায় এলে মহিলাদের মাসোহারার ঘোষণা কেজরিওয়ালের

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানো পথে হাঁটলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শিয়রে পাঞ্জাবের বিধানসভা ভোট। সে রাজ্যের নারীদের সমর্থন পেতে বড়সড় ঘোষণা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো। তিনি জানান, পাঞ্জাবে তাঁর দল ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক প্রাপ্তবয়স্ক মহিলাকে মাসোহারা দেবে সরকার। আর এই ঘোষণার পরেই তৃণমূল সমর্থকরা দাবি করছেন, তাঁদের নেত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কেপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের অনুকরণ করছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবের ভোট উপলক্ষ্যে সম্প্রতি আম আদমির পার্টির তরফে মিশন পাঞ্জাব কর্মসূচির সূচনা করা হয়েছে। সেই কর্মসূচিতে যোগ দিতে পাঞ্জাব সফরে গিয়েছেন কেজরিওয়াল। সেখানেই একটি সভা থেকে মহিলাদের মাসোহারা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। কেজরিওয়াল বলেন, তাঁর দল পাঞ্জাবে ক্ষমতায় এলে ১৮ ঊর্ধ্ব প্রত্যেক মহিলাকেই মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে। প্রতি মাসে ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে টাকা। সেই সঙ্গে তিনি এও দাবি করেন, মহিলাদের জন্য এই প্রথম দেশে এত বড় মাসোহারা প্রকল্প হবে। এর আগে কোনও সরকার এরকম প্রকল্পের ঘোষণা করেনি।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন, তাঁর সরকার তৃতীয়বারের জন্য নির্বাচিত হলে বাংলার প্রত্যেক নারীর জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করবে। ঘোষণা মোতাবেক ক্ষমতায় ফিরেই রাজ্যের তরফে প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই একটি বড় অংশের আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন।

Comments are closed.