শুরু হয়ে গেল দ্বিতীয় দফার লোকসভা ভোট। এ রাজ্যের জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জের সঙ্গে সঙ্গে অসম, বিহার, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, মনিপুর, ওড়িশা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, ছত্তিসগঢ় এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মোট ৯৫ টি কেন্দ্রে চলছে ভোট। বৃহস্পতিবারের ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, বিজেপি নেত্রী হেমামালিনী, কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি, রাজ্যসভার সাংসদ কানিমোঝি, উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর এবং ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুখ আবদুল্লার ভোট ভাগ্য ইভিএম বন্দি হতে চলেছে।
এরাজ্যে জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জে লড়াই চতুর্মুখী। তবে মূল লড়াই তৃণমূলের সঙ্গে বিরোধীদের। দার্জিলিং এবং রায়গঞ্জ লোকসভা আসনে গতবার পরাস্ত হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। এবার হারা দুই আসন পুনরুদ্ধারের লড়াই মমতার। অন্যদিকে রাজ্যে প্রভাব বাড়াতে এই দফায় ভালো ফল করতেই হবে বিজেপিকে। দার্জিলিংয়ে গতবার জিতেছিলেন বিজেপি প্রার্থী। এবার রায়গঞ্জ এবং দার্জিলিং আসনে বিজেপি কেমন ফল করে, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। এদিকে ভোট শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে ইভিএম খারাপ হওয়ার খবর আসতে শুরু করেছে।