নন্দীগ্রাম দিবসে শহীদদের স্মরণ মুখ্যমন্ত্রীর, ট্যুইট করলেন শুভেন্দু অধিকারীও 

প্রতি বছরের ন্যায় এবছরও নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে ট্যুইটে শহীদদের স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশপাশি এদিন তৃণমূলের তরফে শহীদদের শ্রদ্ধা জানাতে নন্দীগ্রামে একাধিক কর্মসূচি নেওয়ায় হয়েছে।  নন্দীগ্রাম দিবস নিয়ে ট্যুইটে বার্তা  দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, প্রত্যেক বছর ১৪ মার্চ দিনটিকে আমরা কৃষক দিবস হিসেবে পালন করি। ২০০৭ সালে পুলিশের গুলিতে নন্দীগ্রামের যে সমস্ত নির্দোষ সাহসী কৃষক প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকের এই দিনটিতে নন্দীগ্রাম সহ সারা বিশ্বের কৃষকদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ। 

এদিকে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ট্যুইটে লেখেন, নন্দীগ্রাম আগেও বশ্যতা স্বীকার করেনি; আগামী দিনেও পথ দেখাবে। জমি রক্ষার আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। 

Comments are closed.