খুনের মামলায় অভিযুক্ত অলিম্পিয়ান সুশীল কুমারের বিরুদ্ধে লুকআউট নোটিস

প্রাক্তন জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর ধনকড়কে খুনের অভিযোগ ওঠে সুশীলের বিরুদ্ধে

ফেরার অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের বিরুদ্ধে দিল্লি পুলিশ লুকআউট-সার্কুলার জারি করল।

সপ্তাহখানেক আগে প্রাক্তন জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর ধনকড়কে খুনের অভিযোগ ওঠে সুশীলের বিরুদ্ধে। তারপর থেকেই ফেরার অলিম্পিকে পদকজয়ী।

গত সপ্তাহে মঙ্গলবার উত্তর পশ্চিম দিল্লির ছত্রশাল স্টেডিয়ামের পার্কিং এরিয়ায় কুস্তিগীরদের দুটি দল নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। পুলিশের দাবি, ঝগড়া থেকে হাতাহাতি শুরু হয়। মারধোরে ২৩ বছরের কুস্তিগীর সাগর ধনকড়ের মৃত্যু হয়।

তদন্তে নেমে সুশীল কুমারের বিরুদ্ধে প্রমাণ মেলার দাবি করে পুলিশ। এরপর সুশীলের বিরুদ্ধে FIR দায়ের হয়। সেই থেকেই আর সুশীলের খোঁজ নেই। সুত্রের খবর, এই ঘটনার পর সুশীল প্রথমে হরিদ্বারে যান। সেখান থেকে ঋষিকেশ ঘুরে ফেরেন দিল্লিতে। আবার চলে যান হরিদ্বার। এখন হরিদ্বারেই ক্রমাগত নিজের আস্তানা বদলাচ্ছেন অলিম্পিক পদকজয়ী সুশীল, দাবি দিল্লি পুলিশের।

Comments are closed.