পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে নিম্নচাপ। বৃহস্পতিবার দুপুরে নিম্নচাপটি সাগর দ্বীপ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
জানানো হয়েছে, নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে শক্তি আরও বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। বিকেলের দিকে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে চলেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার নিম্নচাপটি দিঘা থেকে ১১০ কিলোমিটার দূরে রয়েছে। ওডিশার বালাসোর থেকে তার দূরত্ব তখন ১৬০ কিলোমিটার।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। ২৯ ও ৩০ মে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ ছাড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Comments are closed.