অনলাইনে উত্তরপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে; মাধ্যমিকের ফল ১৫ থেকে ১৭ মে! 

শনিবার থেকে অনলাইনে উত্তরপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এবার মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাব্য তারিখও প্রকাশ্যে এল। জানা গিয়েছে,মে মাসের ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। পর্ষদ সূত্রে তেমনটাই খবর।

ইতিমধ্যেই পর্ষদের কাছে প্রায় সব উত্তরপত্রের মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে। এই মুহূর্তে একবারে শেষ পর্যায়ের কাজ চলছে। পর্ষদ সূত্রে আরও খবর, ইতিমধ্যেই ১৫,১৬,১৭ মে তারিখ তিনটি স্কুল শিক্ষাদফতরকে পাঠিয়েছে মাধ্যমিক পর্ষদ। সব ঠিক থাকলে আগামী মাসের তৃতীয় সাপ্তাহেই ফল প্রকাশিত হতে চলেছে।

উল্লেখ্য, মে মাসের তৃতীয় সপ্তাহেই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছিল পর্ষদ। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে ১ মে’র মধ্যেই কাজ শেষ হবে। আগামী মাসের চতুর্থ সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে বলে আগেই জানা গিয়েছিল। এবার মাধ্যমিকেরও সম্ভাব্য তারিখ প্রকাশ্যে এল।

Comments are closed.