মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিল পাস বিধানসভায় 

মন্ত্রী সভায় আগেই প্রস্তাব আনা হয়েছিল। মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে এবার বিধানসভাতেও বিল পাস হয়ে গেল। বিলের পক্ষে ভোট পড়েছে ১৮৩ টি এবং বিলের বিপক্ষে ভোট পড়েছে ৪০টি। এবার বিলটি পাঠানো হবে রাজ্যপালের কাছে। 

রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতের মধ্যেই রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে চেয়ে মন্ত্রীসভার বৈঠকে প্রস্তাবে পাস হয়। রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকেই আচার্য পদে বসানোর পক্ষে সায় দেয় অনেকে। সেই সময় জানানো হয়েছিল, খুব শীঘ্রই বিধানসভায় প্রস্তাব আনা হবে। এদিন সেই মতো বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনেই বিলটি পাস হয়। 

এদিন বিলের বিরোধিতা করে বিজেপি বিধায়কেরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে কোনও শিক্ষাবীদকে বসানো হোক। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আচার্য পদে বসানো নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। উত্তরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিশ্বভারতীর উপচার্য পদে রয়েছেন প্রধানমন্ত্রী। তিনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের যা সম্পর্ক, তাতে জগদীপ ধনখড় আদৌ বিলটিতে সই করবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষত্রে বিলে সই না করলে রাজ্য বিধানসভা কী পদক্ষেপ নেয় এখন সেটাও দেখার।

Comments are closed.