মালদায় জোড়া ধাক্কা বিজেপির, হাতছাড়া হল গ্রাম পঞ্চায়েত

মালদায় পদ্ম শিবিরে জোড়া ধাক্কা। হাতছাড়া হল গ্রাম পঞ্চায়েত। মুচিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ডাকা অনাস্থায় অপসারিত হল বিজেপির প্রধান। অন্যদিকে তৃণমূল পরিচালিত চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা এনে মুখ পুড়েছে বিজেপির। গ্রামপঞ্চায়েত ধরে রাখল তৃণমূলই।

পুরাতন মালদায় ১৬ আসনের মুচিয়া গ্রাম পঞ্চায়েতে ১০টি আসনে জিতে সেখানে বোর্ড গঠন করেছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল ৫টি ও কংগ্রেস পেয়েছিল ১টি আসন। কিন্তু সম্প্রতি বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। আস্থা ভোটে তৃণমূলের পক্ষে ভোট পড়ে ১১টি। ফলে অপসারিত হন পঞ্চায়েত প্রধান।

অন্যদিকে, কালিয়াচকে তৃণমূল পরিচালিত চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতে ১৪ আসনের মধ্যে ৭টি রয়েছে তৃণমূলের দখলে। ৩টি রয়েছে বিজেপির দখলে আর কংগ্রেস এবং নির্দলের ২টি করে আসন পেয়েছে। বিজেপির ৩ জন, কংগ্রেসের ২ জন এবং নির্দলের একজন তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। কিন্তু তলবি সভায় বিজেপি সহ কোনও বিরোধী সদস্যই হাজির হননি। ফলে পঞ্চায়েত ধরে রাখল তৃণমূলই।

Comments are closed.