মোদীকে অবমাননাকর ভাষায় আক্রমণ তিন মন্ত্রীর, বিপাকে মালদ্বীপ সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবমাননাকর ভাষায় আক্রমণ করে বিতর্কে মালদ্বীপের তিন মন্ত্রী। তা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে তাঁদের সাসপেন্ড করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল মালদ্বীপ সরকার। 
সম্প্রতি দেশের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

তার সফরের ছবি প্রকাশ্যে আসে। তারপরই ভারত ও মোদীকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেন মালদ্বীপের মহম্মদ মুইজু সরকারের মন্ত্রীরা। তার জেরে তুমুল সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত সরকার। নিন্দায় সরব হয়েছেন শচীন তেন্ডুলকর, ভেঙ্কটেশ প্রসাদ, সলমন খান, অক্ষয় কুমার, জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুর সহ বহু বিশিষ্ট ব্যক্তি। মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপকেই পর্যটনের বিকল্প হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

‘বয়কট মালদ্বীপ’ স্লোগানও উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। বাতিল হয়েছে হাজার হাজার হোটেল বুকিং ও বিমানের টিকিট। প্রাথমিকভাবে বিতর্কিত মন্তব্যগুলি তিন মন্ত্রীর ‘ব্যক্তিগত মতামত’ বলে বিষয়টি আড়াল করা চেষ্টা করে মালদ্বীপ সরকার।

Comments are closed.