দশটা শো-কজ করলেও কিছু যায় আসে না, উত্তর একই হবে, কমিশনের নোটিস নিয়ে বললেন মমতা

চতুর্থ দফার প্রচারের শেষ লগ্নে ডোমজুড়ে সভা করেন মমতা

সংখ্যালঘুদের নিয়ে তাঁর মন্তব্যে আপত্তি জানিয়ে কমিশনে গেছে বিজেপি। কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর জবাব তলব করেছে। এই প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা ব্যানার্জি। হাওড়ার ডোমজুড়ের সভা থেকে সাফ জানিয়ে দিলেন, আমাকে দশটা শো-কজ করলেও কিছু যায় আসে না। উত্তর একই হবে। 

চতুর্থ দফার প্রচারের শেষ লগ্নে ডোমজুড়ে সভা করেন মমতা। সেখানে আক্রমণাত্মক মেজাজে বলেন, আমার বিরুদ্ধে কমপ্লেন করে কোনও লাভ নেই। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কটা কমপ্লেন হয়েছে, তিনি যে রোজ হিন্দু-মুসলমান করেন, কটা অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে যারা নন্দীগ্রামের মুসলিমদের পাকিস্তানি বলেছিলেন, লজ্জা করে না, গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের। যার পরই আগের বক্তব্যের রেশ টেনে তৃণমূল নেত্রীর সংযোজন, আমাকে দশটা শো-কজ করলেও কিছু যায় আসে না। উত্তর একই হবে। আমি সবাইকে বলছি, কোনও ভাগাভাগি হবে না, ঐক্যবদ্ধভাবে সবাই ভোট দিন। হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান সবাইকে বলছি ওদের কেউ ভোট দেবেন না। 

এদিন বিজেপির বিরুদ্ধে ফের একবার টাকা বিলির অভিযোগেও সরব হন মমতা। 

Comments are closed.