রামের কথা বলে ভোট চায়, ৫ বছরে রাম মন্দির করতে পারে না, মোদীকে কটাক্ষ মমতার

কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে হোলি মিলন উত্সবে যোগ দিয়ে জিএসটি থেকে ধর্মকে ব্যবহার করে রাজনীতি, একাধিক ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, বিজেপি এখন রামের নামে ভোট চাইছে, কিন্তু ৫ বছরে রামমন্দির তৈরি করতে পারল না।

নির্বাচনী ইশতেহারেই বলেছিলেন ক্ষমতায় এলে নোটবন্দির তদন্ত করা হবে। এদিনও তারই পুনরাবৃত্তি শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বললেন, মোদী সরকার খালি বড় বড় কথা বলে, কালো টাকা আনতে পারেনি। নতুন সরকার কালো টাকা উদ্ধার করবে। কীভাবে তা হবে দেশের আর্থিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার মহাকাশ সাফল্য নিয়ে মোদীর ঘোষণাকেও এদিন কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ট্রেডমিল করছিলেন, খবর পেলেন প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। আবার কি একটা নোটবন্দি, যুদ্ধ ঘোষণা নাকি নির্বাচনে লড়বেন না মোদী? কী থাকবে ভাষণে তা নিয়ে নানা প্রশ্ন তাঁর মাথায় ঘুরছিল। শেষমেশ দেখলেন পর্বতের মুষিক প্রসব। দেশের বিজ্ঞানীরা এই কাজ বহুদিন ধরে করছেন।

Comments are closed.