গুজব ছড়িয়ে বিভেদ উসকে দেওয়ার গেমপ্ল্যান বিজেপি-আরএসএসের: মমতা

পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু নিয়ে রাজনীতি হয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটি ও মাটি উৎসবের সূচনায় হুগলির তারকেশ্বরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বাংলায় কোনওভাবেই দাঙ্গা লাগতে দেব না। বিজেপিকে ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ করে মমতা বলেন, নির্বাচন এগিয়ে এলেই বিজেপি তৎপর হয়ে ওঠে। তাঁর কটাক্ষ, পাঁচ বছর পেরিয়ে গেলেও মোদীজির প্রতিশ্রুতি মতো প্রত্যেক ভারতীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকল না।

সম্প্রতি ছেলেধরা গুজবে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রহৃত হচ্ছেন মানুষ। মমতা এই প্রসঙ্গে বলেন, ”দায়িত্ব নিয়ে বলছি, স্রেফ গুজব ছড়ানো হচ্ছে।” তাঁর দাবি এই অপপ্রচার চালাচ্ছে বিজেপি ও আরএসএসের মতো কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি। মুখ্যমন্ত্রী বলেন, হিংসা ও বিভেদ উসকে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপি। যারা মানুষ খুন করে তারা কোনও ধর্মের পালন করে না। ধর্মের নামে দেশকে লণ্ডভণ্ড করার রাজনীতি করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে তাঁর কটাক্ষ, কপালে গেরুয়া ফেট্টি বেঁধে আর তিলক লাগিয়ে ধর্ম পালন হয় না। শুক্রবারের সভা থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পকে ভাঁওতা বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের টাকা নিয়ে এই স্বাস্থ্য প্রকল্প করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, তাই এ রাজ্যে কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পের কোনও দরকার নেই বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Comments are closed.