বাংলায় মৃতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য; বালেশ্বর গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর 

করমণ্ডল এক্সপ্রেসে রাজ্যের বহু বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় অনেকেরই প্রাণ গিয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবারই তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একথা ঘোষণা করেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি আশা করবো, সব রাজ্যই নিজ নিজ রাজ্যের মৃতদের পরিবারের পাশে দাঁড়াবে। আমরাও সকলের পাশে আছি। বাংলার অনেক মানুষ এই ট্রেনে ছিলেন। আমাদের রাজ্যের বিরাট ক্ষতি হয়ে গেল।

দুর্ঘটনার পর শুক্রবারই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল, মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিন সকাল সকালই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিহতের সংখ্যা ২৮০ পেরিয়ে গিয়েছে। আহতও প্রায় ৭০০।

Comments are closed.