আদিবাসী উৎসব উদযাপনে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী; ধামসা বাজালেন, পা মেলালেন নাচের তালে

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে প্রথমবার ঝাড়গ্রাম গেলেন মুখ্যমন্ত্রী।

আদাবাসী মহিলাদের সঙ্গে নাচের তাল পা মেলালেন তৃণমূল নেত্রী, ধামসাও বাজান তিনি।এদিনের অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ঠদের সম্বর্ধনা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যের মন্ত্রী বিরবাহ হাঁসদা, মানস ভূঁইয়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

গত লোকসভা ভোটে কার্যত তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আদিবাসীদের একটি বড় অংশ। কিন্তু বিধানসভা নির্বাচনে তার উল্টো ঘটনা ঘটে। জঙ্গল মহলের জেলাগুলিতে ভালো ফল করে তৃণমূল। সেক্ষেত্রে আদিবাসী সমাজকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের একাংশ।

এদিন মমতা ব্যানার্জি দাবি করেন, ঝাড়গ্রাম জেলার ৯৫% মানুষ রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা পেয়েছেন। তিনি আরও বলেন, ঝাড়গ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। পাশাপাশি জানান, ঝাড়গ্রামে ৪ টি নতুম কলেজ তৈরি হচ্ছে। অলচিকি ভাষায় ৫০০ টি স্কুল তৈরিরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আর একবার জানান, আদিবাসীদের জমি হস্তান্তরিত করা যাবে যাবে না, এই মর্মে আইন পাস করেছে রাজ্য সরকার।

এদিন ঝাড়গ্রাম যাওয়ার পথে আকাশ পথে হাওড়ার উদয়নারায়ণপুরের বন্য কবলিত এলাকা পরিদর্শন করেন মমতা। জানা যাচ্ছে, মঙ্গলবার বন্যা কবলিত ঘাটাল পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.