নবজোয়ার নয়, এটা প্লাবন, আগামী দিনে এটাই বিজেপিকে রুখবে; অভিষেকের জনসংযোগ যাত্রার প্রশংসায় মমতা

অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচিকে প্রশংসায় ভরিয়ে দিলেন দলনেত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার মালদহের জনসভা থেকে অভিষেক ব্যানার্জিকে পাশে নিয়ে তাঁর বার্তা, অনেকে নবজোয়ার কর্মসূচি নিয়ে কুৎসা করেছেন। কিন্তু এই যে জোয়ার এসেছে, এই জোয়ার সবকিছুকে ভাসিয়ে দেবে। নবজোয়ার নয়, এটা প্লাবন। এটা আগামিদিনে বিজেপিকে রোখার স্পন্দন।

সেই সঙ্গে প্রশংসার পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বুঝিয়ে দেন তিনি নিজে অভিষেক ব্যানার্জির এই কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছেন। তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। বলেন, অভিষেকদের এই কর্মসূচিকে আমি গুরুত্ব দিচ্ছি। কারণ, মানুষ এই কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছেন। সমর্থন করছেন। পাশাপাশি অভিষেক ব্যানার্জি যেভাবে টানা দশ দিন কার্যত রাস্তায় থেকে জনসংযোগ করেছেন, সেদিকটিও এদিন বক্তব্যে উল্লেখ করেন তৃণমূল সুপ্রিম।

কিছুটা স্নেহের সুরে তৃণমূল নেত্রী বলেন, আমার নিষেধ অগ্রাহ্য করেই দুর্যোগ মাথায় নিয়ে অভিষেক বেরিয়েছে। আজকাল খুব বাজ-টাজ পড়ছে। আজ ওদের দশম দিন। ১০ দিন পথে থাকা সহজ কথা নয়। জনসংযোগ যাত্রা শেষ হবে গঙ্গাসগরে গিয়ে। সেদিনও যে মুখ্যমন্ত্রী কর্মসূচিতে থাকবেন বলে জানিয়ে দেন।

Comments are closed.