আপনাদের দিল্লির লাড্ডুর প্রয়োজনে নেই, মোদী সরকারকে তীব্র কটাক্ষ শানিয়ে পাহাড়বাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর 

মঙ্গলবার দার্জিলিঙে একটি সরকারি অনুষ্ঠান থেকে ফের একবার একাধিক ইস্যু নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু দল আছে, যারা এখানে এসে উল্টোপাল্টা বুঝিয়ে ভোট নিয়ে চলে যায়, তারপর আর বছরের পর বছর তাদের দেখা পাওয়া যায়না। এর পরেই উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, তাই আপনাদের বলব, দিল্লির লাড্ডুর প্রয়োজন নেই আপনাদের। অনেক রাজনৈতিক দলই আছে, ভোটের আগে একরকমের প্রতিশ্রুতি দেয়, ভোট ফুরুলেই তা ভুলে যায়। কিন্তু আমরা কথা রেখেছি। মুখ্যমন্ত্রী দাবি করেন, বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলাম, করে দিয়েছি। 

রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, আগে চা শ্রমিকরা দৈনিক ৬৭ টাকা করে মজুরি পেতেন। এখন তা বেড়ে হয়েছে ২০২ টাকা। আগে চা বাগান বন্ধ থাকলে ৬ মাস পর সাহায্য পেতেন শ্রমিকরা, এখন ২ মাস পর থেকেই মাসে ১৫০০ টাকা করে সাহায্য পান। বিনামূল্যে বিদ্যুৎ, গ্যাস সেই সঙ্গে মাসে ৩৫ কেজি করে রেশন। এদিন মুখ্যমন্ত্রী আরও প্রতিশ্রুতি দেন, ৩ লক্ষ ৮০ হাজার গৃহহীনদের জন্য ঘর তৈরির কাজ শুরু করেছে রাজ্য।  দার্জিলিংয়ে আগামী ২০ বছরে কোনও জমির পাট্টা দেওয়া হয়নি। আইনি জটিলতায় আটকে ছিল। আমরা তা সমাধান করেছি। যাঁরা জমির পাট্টা পাওয়ার যোগ্য, তাঁরা পাবেন।  

জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়েও এদিন কেন্দ্রকে তোপ দেগেছেন মমতা ব্যানার্জি। তাঁর কথায়, দিল্লি সরকারকে দেখুন ১০ বার পেট্রোলের দাম বাড়িয়েছে। উত্তরপ্রেদেশে জেতার পর রোজ পেট্রল ডিজেলের দাম বাড়াচ্ছে। মানুষ কী খেয়ে বেঁচে থাকবে? গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বাংলাকে ওরা ভালোবাসে না। শুধু আগুন লাগানো ওদের কাজ। সন্ত্রাস সন্ত্রাস করে বাংলাকে বদনাম করছে। 

Comments are closed.