‘কেউ কেউ বলেছিল মমতা দি পুজো করতে দেয় না’ হেরিটেজ তকমা পাওয়ার পর ফের দুর্গাপুজোর প্রসঙ্গ তুলে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর 

দক্ষিণ কলকাতায় পুরভোটে প্রচারে গিয়ে ফের দুর্গাপুজোর প্রসঙ্গ তুলে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সদ্যই ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে  দুর্গোপূজো। এদিন এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, কেউ কেউ বলেছিল মমতা দি নাকি পুজো করতে দেননা। 

ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে উচ্ছাসিত মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজো আজ বিশ্বের উৎসব। দলীয় কর্মীদের কাছে আবেদন করে বলেন, যত পারবেন এই কথাটা প্রচার করুন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, ২০১৬ সল্ থেকেই তিনি পুজো কার্নিভাল নিয়ে চিন্তা ভাবনা করছেন। বলেন, বাংলার উৎসব আজ বিশ্বসেরা উৎসবের তালিকায় উঠে এসেছে। 

উল্লেখ, লোকসভা ভোটের প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন, বাংলায় দূর্গাপুজো করতে দেওয়া হয়না। এনিয়ে বুধবার রাতেই কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা দিয়েছিলেন অভিষেক। বৃহস্পতিবার ইউনেস্কোর স্বীকৃতিকে হাতিয়ার করে ফের একবার বিজেপিকে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী।   

Comments are closed.