এবার কি পায়ে ধরতে হবে? ১০০ দিনের টাকা প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর 

১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। দীর্ঘ দিন ধরেই রাজ্যের তরফে এই অভিযোগ করা হচ্ছে। মঙ্গলবারও সে প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঝাড়গ্রামের অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর মন্তব্য, টাকার জন্য এবার কি পায়ে ধরতে হবে। সেই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে মুখ্যমন্ত্রীর তোপ, প্রাপ্য টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। 

বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে এদিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই অনুষ্ঠানেই আদিবাসী সমাজের জন্য রাজ্যের কাজের খতিয়ান দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ওই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্র ১০০ দিনের টাকা দিচ্ছে না তাই সমস্যা হচ্ছে। সেই সঙ্গে তাঁর অভিযোগ, রাজ্য থেকে করের টাকা তুলে নিয়ে গেলেও রাজ্যের ভাগের টাকা কেন্দ্র দিচ্ছে না। বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, কিছু বিরোধী নেতা রাজ্যের উন্নয়ন চায় না। কয়েকজন বিরোধী নেতা রাজ্যের বিসর্জন চায়।  

এদিন রাজ্যের কাজের খতিয়ান দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, ১৮ লক্ষ জাতি শংসাপত্র দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার জমির পাট্টাও দিয়েছে রাজ্য। পাশপাশি এদিন জঙ্গলমহলের সভা থেকে ৩২ কোটি ৫৩ লক্ষ টাকার প্রকল্পের শিল্যান্যাসও করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

Comments are closed.