দেউচা পাঁচামিতে গিয়ে রোজ সিপিএম-বিজেপি গন্ডগোল করছে; খড়গপুরের সভা থেকে ফের আক্রমণ মুখ্যমন্ত্রীর  

বৃহস্পতিবার খরগপুরে রাজ্য সরকারের এক অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর বক্তব্যে ফের দেউচা-পাঁচামারি প্রসঙ্গ উঠে এল। প্রকল্প প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএম-বিজেপিকে এক যোগে তোপ দেগেছেন তৃণমুল নেত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিকভাবে না পেরে উঠে দেউচা-পাঁচামিতে গিয়ে রোজ সিপিএম-বিজেপির লোকেরা গন্ডগোল পাকাচ্ছে। 

তৃতীয়বার ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর সরকারের লক্ষ্য হবে কর্মসংস্থান। সেই লক্ষ্যেই দেউচা-পাঁচামির কয়লা প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, এটিই হবে বিশ্বের দ্বিতীয় বৃহৎ কয়লাখনি। সেই সঙ্গে তিনি এও জানান এই প্রকল্পকে ঘিরে ব্যাপক কর্ম সংস্থান তৈরি হবে। এদিন সেই প্রসঙ্গ টেনেই দুই বিরোধী শিবিরকে একযোগে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। 

প্রসঙ্গত, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানের পর বৃহস্পতিবারও ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের আওতায় অসংখ্যা ছাত্র ছাত্রীরা হাতে নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি জানান, রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো পুজোর আগেই মোট ৩০ হাজার নিয়োগ পত্র চাকরিপ্রার্থীদের তুলে দেবেন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.