দেশে গণচিতা জ্বলছে আর মোদী মন কি বাত করছেন! কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার

নির্বাচন কমিশন আমাদের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছেন। ক্ষমা করবেন কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আপনারা বিজেপির মুখপাত্রের কাজ করছেন। আজ মাদ্রাজ হাইকোর্ট বলেছে। আমি একদম একমত। 

মিনার্ভা থিয়েটারে ফের কেন্দ্র ও কমিশনকে এক সূত্রে ফেলে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ভারতের ভয়াবহ করোনা বিপর্যয়ের জন্য দায়ী মোদী আর কমিশন। 

বাংলাতেও বিজেপির কথা শুনে কমিশন মানুষের মৃত্যুর ব্যবস্থা করেছে বলে অভিযোগ মমতার। তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে ৩ লক্ষ বহরাগত আছেন। তাদের সবার আরটি পিসিআর টেস্ট হয়নি। হাজার হাজার সিআরপিএফ রাজ্যে ঘুরছেন, সবার টেস্ট হয়েছে কি? মমতা নিজেই উত্তর দিয়ে বলেন, এরাই রাজ্যে করোনা ছড়াচ্ছে। আজই সায়নী আমাকে বলল, দিদি আমাদের ক্যাম্পে বসে থাকছে আর বিজেপিকে ভোট দিতে বলছে, অভিযোগ মমতার। তারপর বলেন, আমি আমার ক্যাম্পে তোকে ঢুকতে দেব কেন? তুই করোনা ছড়াচ্ছিস! 

কমিশনকে নিশানা করে মমতা বলেন, কয়েকটা অবসরপ্রাপ্ত লোককে দিয়ে চালাচ্ছে। আমি জেতার পর কোর্টে যাবো। জানতে চাইব তিনটে লোকের মর্জিতে দেশ চলবে কিনা। মমতা জানিয়েছেন, গত ২ মাসে তিনি ৫০ দিন প্রচার করার সময় পেয়েছিলেন, তিনি সন্তুষ্ট।   

Comments are closed.