দুপুর ৩ টেয় তৃণমূল ভবনে বৈঠকে মমতা, দলে ফিরতে চাওয়াদের নিয়ে সিদ্ধান্ত?

শুক্রবার দুপুর ৩ টেয় বাইপাসের ধারে তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন মমতা ব্যানার্জি। বৈঠকে থাকবেন হাতে গোনা শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, আনুষ্ঠানিক নয় বরং ঘরোয়া বৈঠকে কিছু জিনিস আলোচনা করতে চান নেত্রী। 

সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে কিছু সিদ্ধান্ত হতে পারে। এই নীতি চালু হয়ে গেলে বিভিন্ন পদে নতুন লোক আনতে হবে। কোণ পদে কে আসবেন তা নিয়ে দলনেত্রী আলোচনা করতে পারেন। পাশাপাশি ভোটের মুখে বিজেপিতে যাওয়া নেতারা আবার ফিরতে চাইছেন। একেকজন এক এক রকম ভাবে ফিলার পাঠাচ্ছেন। এই প্রেক্ষিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন, এই বিষয়ে মমতা ব্যানার্জিকে সিদ্ধান্ত নেওয়া আবেদন জানিয়েছে কোর কমিটি। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে এই নিয়েও কথা বলতে পারেন মমতা।

Comments are closed.