একধাক্কায় ৫ বছর বাড়লো পুর স্বাস্থ্য কর্মীদের অবসরের বয়স

পুর স্বাস্থ্য কর্মীদের অবসরের বয়স বাড়ানো হল। পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, এবার থেকে পুর স্বাস্থ্য কর্মী ও ফার্স্ট টায়ার সুপারভাইজারদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ করা হয়েছে। আগে অবসরের বয়স ছিল ৬০ বছর।

 

এর আগে ২০১৭ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যের সব শিক্ষক ও অধ্যাপকদের অবসরের বয়স বাড়ানো হয়। আগে অবসরের বয়স ছিল ৬০, সেটা ৬২ করা হয়। এর আগেও সরকারি হাসপাতালে চিকিৎসক ও অধ্যাপকদের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিভিক ভলান্টিয়ারদের ভালো কাজ করলে কনস্টেবল পদে পদন্নতির ব্যবস্থা করা হোক বলে স্বরাষ্ট্র দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

 

যদিও পুর স্বাস্থ্য কর্মীদের অবসরের বয়স বাড়ানো নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বিরোধিরা। তাঁদের দাবি, নতুন করে নিয়োগ নেই। পুরনোদের অবসরের বয়স বাড়াচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে এক ধাক্কায় ৫ বছর চাকরির জীবন বেড়ে যাওয়ায় খুশি পুর স্বাস্থ্য কর্মীরা।

Comments are closed.