ভারতীয় কুস্তিগিরদের সমর্থনে মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী; আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা 

ভারতীয় কুস্তিগিরদের সমর্থনে এবার রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের পাশে দাঁড়িয়ে বুধবার হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে অংশ নেন তৃণমূলনেত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে পদযাত্রায় ছিলেন রাজ্যের একাধিক ক্রীড়াবিদ। কুস্তিগিররা ন্যায়ের দাবিতে যে আন্দোলন শুরু করেছে, এদিন তার সমর্থনেই এই মিছিল বলে জানান তৃণমূল সুপ্রিম। এমনকী আগামীকালও গোষ্ঠপালের মূর্তির নীচে বাংলার ক্রীড়াবিদরা মোমবাতি নিয়ে সমাবেশ করবেন বলে তিনি জানান।

মঙ্গলবারই কুস্তিগিরদের পুলিশি হেনস্থার প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন, বুধবার মিছিলের আয়োজনের। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী ও ক্রিকেটার মনোজ তিওয়ারি। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অ্যালভিটো, বিদেশ বসু সকলেই ছিলেন বুধবারের মিছিলে। মহিলাদের মধ্যে প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদারও মিছিলে অংশ নেন।

Comments are closed.