বাংলার মানুষই আমার সম্পদ, ওদের জন্য জয়ী না হওয়া পর্যন্ত লড়ব: কেন্দ্রকে তোপ দেগে ফেসবুক বার্তা মুখ্যমন্ত্রীর 

কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে বরাবরই প্রতিবাদ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার ফের একবার এই ইস্যুতে কেন্দ্রকে একহাত নিলেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকের পাশাপাশি রাতে একটি ফেসবুক পোস্টও করেন। আর তাতেই ফের একবার তৃণমূল নেত্রী জনিয়ে দেন, আগামী দিনেও কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে। সুর নরমের কোনও প্রশ্ন নেই। মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রের অত্যাচারের বিরুদ্ধে তিনি তাঁর লড়াই চালিয়ে যাবেন। বাঙালার মানুষের অধিকার আদায় করে আনতে তিনি বদ্ধপরিকর।

তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, রাজ্যের মানুষই তাঁর কাছে সম্পদ। বাংলার মানুষের জন্য তিনি সবসময় কাজ করেছেন। ওদের গুরুত্বই ওনার কাছে সবথেকে আগের। এবং আগামীতেও তাই থেকে যাবে। এরপরেই ওই ফেসবুক বার্তায় কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের অদ্ভুত উদাসীন মনোভাবের জন্য রাজ্যের মানুষ প্রতিনিয়ত সমস্যায় পড়েছে। কেন্দ্র ক্রমাগত প্রতিহিংসার রাজনীতি করছে। এরপরেই সুর চড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, যতক্ষন না জয়ী হচ্ছি কেন্দ্রের এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। 

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }