দুই কাউন্সিলরের খুনের ঘটনায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর, দিলেন কড়া বার্তা 

পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, বৈঠক থেকে আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। 

জানা গিয়েছে এদিন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা, ডিআইজি-সিআইডি এবং কলকাতার পুলিশ কমিশনের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীরা অশান্তি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দল মত নির্বিশেষে পুলিশ যেন কড়া পদক্ষেপ নেয়। 

প্রশাসনিক বৈঠক শেষে এদিন ছাত্র নেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ফুরফুরা শরিফের পিরজাদার সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে পিরজাদা কাসেম সিদ্দিকী সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন ঘটনার শেষ দেখে ছাড়বেন। যেই জড়িত থাকুক সবাই শাস্তি পাবে। সেই সঙ্গে আনিসের পরিবারের পাশে আছে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

এদিকে দুই কাউন্সিলরের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। যা নিয়ে এদিন রীতিমতো উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ। 

Comments are closed.