জিতে এসেছি মানুষের ভোটে, মানুষের প্রয়োজনে যাকে প্রয়োজন জেতাব, PAC নিয়ে মন্তব্য মমতার

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বললেন, মুকুল বিজেপি সদস্য হয়ে জিতে এসেছে। ওকে আমরা সমর্থন করব। তারপর দরকারে ভোট হোক।

বিধানসভার অধিবেশন বসবে শুক্রবার থেকে। নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে বিধানসভার পিএসির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে বাড়ছে উত্তেজনা। সরকার পক্ষ চায় মুকুল রায়কে। বিজেপির দাবি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের। ফলে দু পক্ষই নিজের অবস্থানে অনড়। এই অবস্থায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুখ্যমন্ত্রী বলেন, পিএসি নিয়ে বিতর্কের অবকাশ নেই। যে কেউ মনোনয়ন দিতে পারে। মুকুল রায় বিজেপি সদস্য হিসেবে জিতে এসেছেন। তাঁকে সমর্থন করেছেন গোর্খা জনমুক্তি মোর্চা বিনয় তামাংপন্থী এক বিধায়ক। এখানে কী ভুল আছে? মমতা ব্যানার্জি জানান, চেয়ারম্যান বাছাইয়ে দরকারে ভোটাভুটি হোক। আমরা মুকুলকে সমর্থন করব। সেখানে আমরাই জিতব। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মানুষের ভোটে জিতে এসেছি। এখন মানুষের দরকারে যাকে দরকার হয় জেতাব।
পিএসি চেয়ারম্যান বাছাই নিয়ে শাসক দল যে নমনীয় হবে না, মমতা ব্যানার্জির মন্তব্য থেকেই তা পরিষ্কার। এবার দেখার শুভেন্দু অধিকারীর বিজেপি কী করে?

Comments are closed.