CM Mamata: প্রয়োজন হলে বিপর্যয় মোকাবিলায় নামবে সেনা, সবাইকে তৈরি থাকতে বলেছি

রাজ্য জুড়ে প্রায় চার হাজার ফ্লাড সেন্টার, স্কুল প্রভৃতি স্থানে আশ্রয় দেওয়া হয়েছে মানুষকে

ঘূর্ণিঝড় যশের আগাম সতর্কতা হিসেবে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় বসবাসকারী ৯ লক্ষ মানুষকে ত্রান শিবিরে সরিয়ে আনা হয়েছে। বুধবার দুপুর ৩ টের সময় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

পাশাপাশি জানালেন, ৭৪ হাজার কর্মী ও আধিকারিক এবং ২ লক্ষ পুলিশ কর্মী কাজ করছেন। প্রয়োজন মনে করলে সেনা নামানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সব এজেন্সির সঙ্গে কথা বলে সবাইকে তৈরি থাকতে বলেছি।

রাজ্য জুড়ে প্রায় চার হাজার ফ্লাড সেন্টার, স্কুল প্রভৃতি স্থানে আশ্রয় দেওয়া হয়েছে মানুষকে।

রাজ্য সরকারের তরফ থেকে খাদ্য, প্রয়োজনীয় ঔষুধ ও নানান সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রতিটি জেলাকে এক একজন করে আইএএস অফিসারের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এদিন নবান্নে রাতে থাকবেন বলে জানান।
রাজ্যজুড়ে কর্মী ও অফিসার মিলিয়ে প্রায় ৭৪ হাজার রাজ্য সরকারের কর্মচারীকে ২৪ ঘন্টার জন্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।

সেই সঙ্গে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, NDRF মিলিয়ে প্রায় ৩ লক্ষ পুলিশকর্মীকে দুর্যোগ মোকাবেলায় মোতায়েন করা হয়েছে বলে জানান মমতা ব্যানার্জি।

সেই সঙ্গে পুর প্রশাসক ফিরহাদ হাকিম গৃহ বন্দি থাকাকালীনই কলকাতার সামগ্রিক পরিস্থিতি নজর রাখছেন। এছাড়াও নিজেরদের এলাকায় জনপ্রতিনিধিদেরও সজাগ থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.