করোনায় মৃত কর্মীর ৬০ বছর পর্যন্ত বেতন পাবে পরিবার, সিদ্ধান্ত টাটা স্টিলের

টাটা স্টিলের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে যায়

করোনায় যদি কোনও কর্মীর মৃত্যু হয়, তবে মৃতের ৬০ বছর পর্যন্ত পরিবার প্রতি মাসে বেতন পাবে। করোনায় মৃত কর্মীদের পরিবারের পাশে দাঁড়াল টাটা স্টিল।

সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ দিয়েছে টাটা স্টিল। যেখানে বলা হয়েছে, টাটা স্টিলে চাকরিরত কোনও কর্মীর যদি করোনায় মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবারের জীবনযাত্রা নিশ্চিত করতে প্রতি মাসে বেতন দেওয়া হবে। অবসর নেওয়া পর্যন্ত অর্থাৎ ৬০ বছর বয়স পর্যন্ত মৃত কর্মীর বেতন পাবেন তাঁর পরিবার।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিহত কর্মীদের পরিবার চিকিত্সাগত সুবিধার পাশাপাশি আবাসনের সুবিধাও পাবে।

টাটা স্টিলের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে যায়। টাটা স্টিলের ভূয়সী প্রশংসার পাশাপাশি টাটা কর্ণধার রতন টাটার প্রতি সম্মান জানান নেটিজেনরা।

এই প্রথম নয়। আগেও টাটা কর্মীদের সুরক্ষার জন্য পদক্ষেপের জন্য বারবার প্রশংসিত হয়েছে। করোনা অতিমারিতে যখন গোটা দেশে অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছিল। তখন অক্সিজেন উত্পাদন বাড়াতে টাটার ইস্পাত সংস্থাকে অক্সিজেন তৈরির নির্দেশ দিয়েছিলেন রতন টাটা।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় জর্জরিত গোটা দেশ। সংক্রমণ রুখতে একাধিক রাজ্যে শুরু হয়েছে লকডাউন। চলমান এই লকডাউনের বাজারে বেকারত্বের হারও আকাশ ছুঁয়েছে। সেই সময় টাটা সংস্থার এমন একটি সিদ্ধান্ত আশার আলো।

Comments are closed.