পাহাড়কে শান্ত রাখুন, উন্নয়নের দায়িত্ব আমার; কার্শিয়াঙের সভায় মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার চা শ্রমিকদের সঙ্গে সময় কাটান তিনি। আর শুক্রবার কার্শিয়াঙের সভায় পাহারবাসীর উদ্দেশে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পাহারবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, আপনারা পাহাড়কে শান্ত রাখুন, উন্নয়নের দায়িত্ব আমি নিচ্ছি। 

অতীতে পাহাড় মাঝেমধ্যেই অশান্ত হয়ে উঠেছে। এদিন সেই প্রসঙ্গে বলতে গায়ে তৃণমূল নেত্রী বলেন, কিছু লোক পাঁচ বছর অন্তর সক্রিয় হয়ে ওঠে। পাহাড়ে অশান্তি করার চেষ্টা করে। এখানে অশান্তি হলে শিল্পপতিরা বিনিয়োগ করবে কেন? তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, পাহাড়ে শান্ত রাখার দায়িত্ব আপনারা নিন, উন্নয়নের দায়িত্ব আমার। 

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কার্শিয়াঙে আইটি হাব তৈরি হবে। দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াংকে নিয়ে একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠবে। ইতিমধ্যে বহু শিল্প সংস্থা পাহাড়ে বিনিয়োগ নিয়ে ইচ্ছে প্রকাশ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কথায়, কাজের জন্য পাহারবাসীকে বাইরে যেতে হবে না, সারা পৃথিবী আপনাদের কাছে আসবে। 

Comments are closed.