CBI-কেই এর উত্তর দিতে হবে; লালন শেখের মৃত্যু নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার এ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হেফাজতে থাকা অবস্থায় কী করে অভিযুক্তের মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। 

মেঘালয় সফরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এর উত্তর সিবিআইকেই দিতে হবে। সিবিআই যদি এটি স্মার্ট হয়, তাহলে ওদেরই কাস্টডিতে একজন কী করে মারা গেল? আমরা ইস্যুটা তুলেছে। শুনেছি ওঁর স্ত্রী এফআইআর করেছে। আমরা ঘটনার তীব্র নিন্দা করছি। 

সোমবার তিন দিনের জন্য মেঘালয় সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গে অভিষেক ব্যানার্জিও রয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে তাঁকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়। সে সময়ে লালন শেখের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে কড়া প্রতিক্রিয়া দেন। 

এদিকে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে নিহতের পরিবার। সিবিআই তাঁর স্বামীকে খুন করেছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন লালনের স্ত্রী। ইতিমধ্যেই সিবিআইয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে মৃতের স্ত্রী। সেই সঙ্গে তাঁর আরও বিস্ফোরক অভিযোগ, কেস ধামাচাপা দেওয়ার জন্য সিবিআই ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল। ইতিমধ্যেই লালনের পরিবার এবং গ্রামের লোকজন রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সমানে বিক্ষোভ শুরু করেছে। সব মিলিয়ে ফের একবার লালন শেখের মৃত্যু ঘিরে শিরনামে বগটুই। 

Comments are closed.