দ্বন্দ্বের আবহে সৌজন্য, প্রধানমন্ত্রীকে বাংলার আম পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী; উপহার যাচ্ছে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির কাছেও 

কেন্দ্র বনাম রাজ্য দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাজ্যের পাওনা বকেয়া টাকা সহ এজেন্সি, একগুচ্ছ ইস্যুতে রোজ কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে ঘাসফুল শিবির। বুধবারও বালেশ্বর রেল দুর্ঘটনা নিয়ে মোদী সরকারকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। তবে রাজনৈতিক দ্বন্দ্বের আবহেও সৌজন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংবাদসংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার আম উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু প্রধানমন্ত্রী মোদীই নয়, মুখ্যমন্ত্রী উপহার পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে। জানা গিয়েছে, বিভিন্ন প্রজাতির আম রাখা বিশেষ বাক্স উপহার হিসেবে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। আমের মধ্যে রয়েছে, হিমসাগর, ফজলি, ল্যাংরা ও লক্ষ্মণ ভোগের মতো বাংলার বিখ্যাত আম।

তবে এটাই প্রথমবার নয়। ২০১১-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা ব্যানার্জি এভাবেই দেশের প্রধানমন্ত্রী, অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব, রাজ্যের মুখ্যমন্ত্রীদের বাংলার বিশেষ আম উপহার হিসেবে পাঠিয়ে আসছেন। গত বছরও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আম উপহার পাঠিয়েছেন তিনি।

Comments are closed.