সংবিধানকে পাশে রেখে ধর্না শুরু মুখ্যমন্ত্রীর; মঞ্চের পাশেই থাকছে অস্থায়ী অফিস 

ঘড়ির কাঁটায় ঠিক ১২ টা বেজে ৫ মিনিটে রেড রোডে ধর্নাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ১২.৮ থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না শুরু করেছেন তৃণমূল নেত্রী। পাশে রাখলেন ভারতীয় সংবিধান। 

পূর্ব ঘোষণা অনুযায়ী টানা ৩০ ঘন্টা ধর্না দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি কাজ চালানোর জন্য ধর্না মঞ্চের সঙ্গেই একটি অস্থায়ী অফিস ঘরও তৈরি করা হয়েছে। বুধবার রাতটাও ধর্না মঞ্চেই কাটাবেন মুখ্যমন্ত্রী। 

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গেই ধর্না মঞ্চে দেখা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, মন্ত্রী শশী পাঁজা, ইন্দ্রনীল সেন সহ একগুচ্ছ তৃণমূল নেতানেত্রী। 

এদিকে তৃণমূল নেত্রীর ধর্নার পাল্টা শ্যামবাজারে দুর্নীতির অভিযোগে ধর্না কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির শীর্ষ স্তরের নেতারা প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত থাকবেন। 

Comments are closed.