আর পাঁচজন সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথীর কার্ড নিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ মমতা ব্যানার্জি ৭৩ নম্বর ওয়ার্ডের জয় হিন্দ ভবনে হাজির হন মমতা।
সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি স্বাস্থ্য সাথীর কার্ড তুলবেন। জানিয়েছিলেন, তাঁর এক ভাই তাঁকে ৩ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা করে দিয়েছিল। এছাড়া তাঁর আর কোন স্বাস্থ্য বিমা নেই। তিনি সরকারি স্বাস্থ্য সাথী কার্ড নেবেন।
এদিন সকাল ১১ টা নাগাদ হরিশ মুখার্জি রোডের জয় হিন্দ ভবনে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। মমতা আসছেন শুনে সেখানে ভিড় করেন সাধারণ মানুষ। মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, কলকাতার সিপি প্রমুখ। মুখ্যমন্ত্রী জয় হিন্দ ভবনে দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গেই লাইনে দাঁড়ান। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। জিজ্ঞেস করেন সবার কার্ড হয়েছে তো?