লখিমপুর কাণ্ডে টুইটে সমবেদনা মমতা ব্যানার্জির, তৃণমূলের ৫ সদস্যের দল যোগীরাজ্যে

লখিমপুর কাণ্ডে উত্তরপ্রদেশ যাচ্ছেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। ওই দলে থাকছেন তৃণমূলের ৫ জন সাংসদ কাকলি ঘোষদস্তিদার, প্রতিমা মণ্ডল, আবিররঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা দেব। সেখানে গিয়ে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা। রবিবার একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, আমরা কৃষকদের পাশে সবসময় আছি।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের গাড়ির ধাক্কায় আন্দোলনরত কৃষকেদের মৃত্যুর ঘটনায় উত্তাল যোগীরাজ্য। রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরে অশান্তির জেরে মৃত্যু হয়েছিল ৮ জনের। যা নিয়ে সোমবারও অগ্নিগর্ভ পরিস্থিতি লখিমপুরের খেরিতে। ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, ঘটনার সময় সেখানে না কি উপস্থিতই ছিলেন না তাঁর ছেলে। গোটা বিষয়টিকে কৃষকদের ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি। এই পরিস্থিতিতে বিরোধীরা চাপ ক্রমশই বাড়াচ্ছেন। সোমবার লখিমপুর যাওয়ার পথে অখিলেশ যাদবকে বাধা দেয় পুলিশ। প্রিয়াঙ্কা গান্ধিকে লখিমপুর যাওয়ার পথে আটকায় পুলিশ।

Comments are closed.