দুর্গা পুজোকে আয়কর নোটিস, কমিটিগুলোকে নিয়ে রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে তৃণমূল, সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

দুর্গা পুজোগুলোকে আয়কর দফতরের পাঠানো নোটিস নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দুর্গা পুজো কোনও ব্যবসা নয়, সামাজিক অনুষ্ঠান। তাদের আয়কর নোটিস পাঠিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। এবার আয়কর দফতরের এই দুর্গা পুজোগুলিকে নোটিস পাঠানোর বিষয়টিকে হাতিয়ার করে রাজনৈতিক কর্মসূচিতে নামছে তৃণমূল। আগামী ১৩ ই অগাস্ট, মঙ্গলবার এর প্রতিবাদে সুবোধ মল্লিক স্কোয়ারে ধরণায় বসবে সদ্য গঠিত তৃণমূলের বঙ্গ জননী শাখা। রবিবার নিজেই এ কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ফেসবুক এবং ট্যুইটারে লেখেন, ‘কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটা বাড়তি বোঝা হবে। বাংলা সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে। আমাদের দাবি, দুর্গা পুজো এবং কমিটিগুলোর ওপর কোনও রকম ট্যাক্স বসানো চলবে না।’

এই ইস্যুতে শুধু কর্মসূচিতেই নামছে না তৃণমূল, গোটা আন্দোলনে দুর্গা পুজো কমিটিগুলোকেও যুক্ত করতে চাইছেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার সুবোধ মল্লিক স্কোয়ারের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য পুজো কমিটিগুলিকে নোটিস পাঠানো হয়েছে।

Comments are closed.