এগরায় মুখ্যমন্ত্রী; বাজি বিস্ফোরণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, দিলেন চাকরির নিয়োগপত্রও 

শনিবার এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্যের পাশাপাশি নিহতদের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন সকাল ১১ টা নাগাদ খাদিকুল গ্রামে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এগরার ঘটনা প্রশাসনের চোখ খুলে দিয়েছে। তদন্ত হচ্ছে। আগামী দু মাসের মধ্যে রিপোর্টে আসবে। রাজ্যে যাতে এরকম ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর রাখতে হবে। 

মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং একটি করে হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। সেই সাথে মুখ্যমন্ত্রী খোঁজ নেন, আর কারোর চিকিৎসার প্রয়োজন রয়েছে কিনা। একই সাথে বাজি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারের ছোটদের পড়াশোনার বিষয়টি প্রশাসন দায়িত্ব নেবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.