রেকর্ড জয় ভবানীপুরে; পুজোর আগেই শপথ নেবেন মুখ্যমন্ত্রী, প্রকাশ্যে এল তারিখ

রবিবারের জয়ে নিজের রেকর্ড ভেঙেছেন নিজেই। তৃণমূল নেত্রীর জয় নিয়ে এক প্রকার নিশ্চিত ছিল সব মহল। নজর ছিল তাঁর জয়ের ব্যবধানের উপর। ৫৮ হাজার ৮৩৫ জিতেছেন তিনি। এই আবহে কবে শপথ গ্রহণ করবেন মমতা ব্যানার্জি তা নিয়ে প্রশ্ন ছিল। তৃণমূল সূত্রে খবর, আগামী ৭ অক্টোবর শপথ নেবেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে সংক্ষিপ্ত আকারেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। 

পুজোর আগেই শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী, এরকম একটা সম্ভাবনা ছিলই। তবে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো নিয়ে ফের একবার রাজ্যপালের সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সংঘাত লাগতে পারে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। 

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজভবন থেকে অধ্যক্ষের উদ্দেশ্যে একটি চিঠি এসেছে, যাতে জানানো হয়েছে এবার থেকে নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন তিনি। এতদিন অধ্যক্ষকে রাজ্যপালের তরফে যে অনুমতি দেওয়া ছিল তা প্রত্যাহার করা হল। 

উল্লেখ্য, সংবিধানের রীতি অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করানোর কথা রাষ্ট্রপতি, রাজ্যপালের। সাংসদদের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং বিধায়কদের ক্ষেত্রে রাজ্যপাল। তবে রাষ্ট্রপতি তাঁর মনোনীত কোনও ব্যক্তিকে এই অধিকার দিয়ে থাকেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি লোকসভার স্পিকারকে অনুমতি দেন। বিধানসভার ক্ষেত্রে রাজ্যপালের কাছ থেকে এই অনুমতি পেয়ে থাকেন বিধানসভার অধ্যক্ষ। রাজ্যপাল জগদীপ ধনখড় স্পিকার বিমান ব্যানার্জির কাছ থেকে সেই অনুমতি প্রত্যাহারের কথাই চিঠিতে জানিয়েছেন। এই আবহে আগামী ৭ অক্টোবরে শপথ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.