চার কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রচার শুরু ঘাসফুল শিবিরের

৩০ অক্টোবর শান্তিপুর, খড়দা, দিনহাটা ও গোসবা কেন্দ্রে উপনির্বাচন। এই ৪ কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। ভবানীপুরে জয়ী হয়েই সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, শান্তিপুরে প্রার্থী হচ্ছেন গোস্বামী বাড়ির বংশধর ব্রজকিশোর গোস্বামী। খড়দায় প্রার্থী হয়েছেন শোভনদেব চ্যাটার্জি, দিনহাটায় প্রার্থী থাকছেন উদয়ন গুহ। নাম ঘোষণার পরেই প্রচার শুরু করে দিয়েছেন এই চারজন।

গোসাবা আসনে তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের মৃত্যুতে ফাঁকা হয় সেই আসন। সেই আসনে উপনির্বাচন হবে। রবিবার গোসাবায় প্রচার সেরেছেন সুব্রত মণ্ডল। নাম ঘোষণার পরই গোসাবা বাজারে একটি মিছিল করেন তিনি। সেখানে বিতরণ করা হয় রসগোল্লা। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন বেশ কয়েক বছর। সোমবার খড়দায় প্রচার করার কথা শোভনদেব চ্যাটার্জির।

শান্তিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস এমন একটি দল, যেখানে সবধর্মের মানুষকে রক্ষা করে। আমি চাই, মন্দির, মসজিদ, গির্জা-সহ সবকিছুর উন্নয়ন করতে। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জানিয়েছেন, এবার বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে পরাজিত করেছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। কিন্তু জয়ের পর তিনি বিধায়ক পদ ছেড়ে দেন এবং বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে বহাল রয়েছেন। তাই এই আসনে ফের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন উদয়ন গুহ।

 

Comments are closed.