ভবানীপুরে মমতা ব্যানার্জি ৫০ হাজারের বেশি ভোটে জিতবে, মত বিজেপির রাজ্য সহ সভাপতি জয় ব্যানার্জির  

ভবানীপুরে মমতা ব্যানার্জিই জিতবেন। এমনটাই দাবি বিজেপির রাজ্য সহ সভাপতি জয় ব্যানার্জির। তবে মমতা ব্যানার্জির জয়ের পিছনে কিছু কারণ দেখিয়েছেন জয় ব্যানার্জি। তাঁর মতে গত বিধানসভা নির্বাচনের মতন একই ভুল এই উপনির্বাচনেও করেছে বিজেপি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, রাজ্যের শীর্ষ নেতৃত্বকে বারবার বলা হয়েছিল, বাঙালি প্রার্থীকে দিয়েই বাংলার মানুষের মন জয় করতে হবে। কিন্তু ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী করা হল প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। এরপরই তিনি বলেন, ভবানীপুরে মমতা ব্যানার্জির জয় নিশ্চিত। মুখ্যমন্ত্রী ৫০ হাজারের বেশি ভোটে জিতবে বলে দাবি করেন বিজেপির রাজ্য সহ সভাপতি জয় ব্যানার্জি।

তিনি আরও বলেন, ভবানীপুরে অনেক অবাঙালিদের বসবাস হলেও তাঁরা বাঙালিদের পছন্দ করেন। তাঁরা নিজেদের বাঙালি বলেই মনে করেন। তিনি বলেন, বাংলায় ক্ষমতা দখল করতে গেলে বিজেপিকে আগে বাঙালি হয়ে উঠতে হবে। নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিয়ে তিনি বলেন, তিনি চিন্তাভাবনা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন।

Comments are closed.