Mamata: কে এলো, কে গেল জাস্ট ইগনোর! মানুষ পাশে আছে, জয় নিশ্চিত

দলবদলুদের পাত্তা দেওয়ার দরকার নেই, মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করার ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা

কে এলো, কে গেল তা নিয়ে চিন্তা করার কিছু নেই। জাস্ট ইগনোর। শুক্রবার কালীঘাটে তৃণমূলের কার্যকরী সমিতির সভায় বার্তা দিলেন মমতা ব্যানার্জি। হ্যাটট্রিকের ব্যাপারে প্রত্যয়ী মমতা ব্যানার্জি বলেন, তৃণমূল শুধু মাত্র মানুষের কাছে দায়বদ্ধ। 

শুভেন্দু অধ্যায় শুরুর দিন থেকেই একই কথা বলে আসছেন দলনেত্রী। শুক্রবার কালীঘাটের বৈঠকেও তারই পুনরাবৃত্তি করলেন। বললেন, মানুষ পাশে আছে, তৃণমূলের জয় নিশ্চিত। কার্যকরী সমিতির বৈঠকে হাজির ছিলেন পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জি, সৌগত রায়, সুব্রত মুখার্জি, অনুব্রত মণ্ডল, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস প্রমুখ। ছিলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। বৈঠকে আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে মমতার প্রচার সূচি নিয়ে আলোচনা হয়। 

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। বিজেপিতে গেছেন শুভেন্দু অধিকারী। তাঁর পিছু পিছু আরও কিছু নেতা দল বদল করেছেন। আগামী দিনেও করতে পারেন। সেক্ষেত্রে তা কতটা প্রভাব ফেলবে দলে? মমতা ব্যানার্জির মতে মানুষ রয়েছে তৃণমূলের পাশে। তাই দলবদলুদের পাত্তা দেওয়ার দরকার নেই। আলোচনায় একটা জিনিস স্পষ্ট, দলবদলুরা অনেক দিন ধরেই দলনেত্রীর নজরে ছিলেন। তাঁদের বাদ দিয়েই স্ট্র্যাটেজি তৈরি শুরু করে দিয়েছিলেন মমতা। 

তৃণমূল নেত্রীর সাফ কথা, আমার দল শুধুমাত্র মানুষের কাছে দায়বদ্ধ। কে এলো আর কে গেল, জাস্ট ইগনোর। মানুষের পাশে থাকুন। তাহলেই মানুষ পাশে থাকবে। মমতা বোঝানোর চেষ্টা করেন, দলবদলুরা তৃণমূলের কোনও ক্ষতি করতে পারবে না। উলটে বিশ্বাসঘাতকরা মানুষের সমুচিত জবাব পাবেন। 

তৃণমূল সূত্রে খবর, কর্মসমিতিতে স্থান পেয়েছেন শোভনদেব চ্যাটার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক। নতুন কোষাধ্যক্ষ হয়েছেন সাংসদ শুভাশিস চক্রবর্তী। 

সবমিলিয়ে তৃণমূলের কার্যকরী সমিতির সভায় আসন্ন হাই ভোলটেজ ভোটের সুর বেঁধে দিলেন আত্মবিশ্বাসী দলনেত্রী। তিনি বলেন, গত ১০ বছরে রাজ্যে যত উন্নয়নমূলক কাজ হয়েছে তাকে সামনে রেখে এগিয়ে চলুন। আমাদের জয় নিশ্চিত। 

এদিন মুখ্যমন্ত্রীর প্রচার কর্মসূচি নিয়েও আলোচনা হয়। ঠিক হয়েছে ১১ জানুয়ারি, সোমবার নদিয়ার হবিবপুরে সভা করবেন মমতা ব্যানার্জি। তারপর ১৮ জানুয়ারি নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর বহু প্রতীক্ষিত জনসভা। ১৯ জানুয়ারি পুরুলিয়া যাবেন নেত্রী। এ মাসের শেষের দিকে হুগলির পুরশুড়ায় জনসভা করার কথা আছে তাঁর। উত্তরবঙ্গেও যাওয়ার কথা চলছে। সবমিলিয়ে প্রচারে ঝড় তুলতে তৈরি মমতা ব্যানার্জি।

Comments are closed.