আবার ভাঙন AIMIM- এ! মাঠে নামার আগেই আরও এক মিম নেতা তৃণমূলে
এবার তৃণমূলে মিমের কার্যকরী সভাপতি তথা সাংগঠনিক প্রধান শেখ আব্দুল কালাম
বিহার বিধানসভা ভোটে আকর্ষণীয় ফল করে বাংলার ভোটে প্রভাব ফেলার হুঁশিয়ারি দিচ্ছেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি। সেই মজলিস-ই-ইত্তেহাদুলের আরও এক শীর্ষ নেতা তৃণমূলে টেনে আসাউদ্দিনকে ধাক্কা দিল তৃণমূলে। শনিবার তৃণমূল ভবনে মিমের কার্যকরী সভাপতি তথা সাংগঠনিক প্রধান শেখ আব্দুল কালামের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ শান্তনু সেন।
এর আগে মিমের পশ্চিমবঙ্গের প্রধান মুখ আনোয়ার হাসান পাশা- সহ একাধিক নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। তিনি অভিযোগ করেছিলেন, বাংলার সর্বধর্মের সহাবস্থানকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। তাই মমতার হাত শক্ত করতেই তৃণমূলে যোগ দিলেন তাঁরা।
এদিন সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা বলেন, এক ‘ম’ (প্রধানমন্ত্রী মোদী) কৃষকের জন্য ভাবেন না। আর এক ‘ম’ (মমতা) আন্তরিকতার সঙ্গে কীভাবে কাজ করছে তা সারা দেশ প্রত্যক্ষ করছে। এখন ভোটের সময় কৃষকদের জন্য খুব চিন্তা করছে কেন্দ্রের বিজেপি।