অমিত শাহের কাছে ফের রাজ্যের নাম বদলের কথা তুললেন মমতা

এখনও কেন রাজ্যের নাম পরিবর্তন হচ্ছে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকের পর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাসভবনে মধাহ্নভোজের সময় মমতা রাজ্যের নাম পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। সূত্রের খবর, তবে স্বরাষ্ট্রমন্ত্রী মমতার কথা শুধু শুনে গিয়েছেন, কোনও মন্তব্য করেননি।
বছর দুয়েক আগে রাজ্যের নাম ‘বাংলা’ রাখা নিয়ে রাজ্য বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব পাশ করানো হয়। সেই প্রস্তাবে পশ্চিমবঙ্গের নাম বাংলা ভাষায় বাংলা, ইংরেজিতে বেঙ্গল এবং হিন্দিতে বঙ্গাল করার কথা বলা হয়েছিল। পরে কেন্দ্রের সুপারিশ অনুযায়ী তিন ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ করার কথা বলা হয়। বিধানসভায় ফের নতুন প্রস্তাব পাশ হয়। সেই প্রস্তাব দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় সেই কবে। তখন থেকে এই সংক্রান্ত ফাইলটি দিল্লিতে আটকে রয়েছে। কেন্দ্র নতুন প্রস্তাব মানছে কি না, মেনে তা কার্যকর করার ব্যাপারে ছাড়পত্র দেবে কি না, কিছুই জানতে বা বুঝতে পারছে না রাজ্য সরকার। আদৌ কেন্দ্র রাজ্যের নাম পরিবর্তন করতে চায় কি না, তাও স্পষ্ট নয় রাজ্যের কাছে। মুখ্যমন্ত্রী শুক্রবার বিষয়টি নতুন করে অমিত শাহের কানে তোলার পর কেন্দ্রীয় সরকার এটা নিয়ে নড়েচড়ে বসবে কি, সেটাই দেখার। নাকি আগামী বিধানসভা ভোট পর্যন্ত তারা এ রকম টালবাহানা চালিয়ে যাবে, প্রশ্ন উঠেছে তা নিয়েও। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, কেন্দ্র রাজ্যের নাম যা আছে, সেটা রেখে দেওয়ারই পক্ষে।

Comments are closed.