২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে মমতার চিঠি মোদীকে

নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করার দাবি জানিয়ে এবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, বুধবার বিকেল নাগাদ দিল্লিতে চিঠি পাঠান মুখ্য মন্ত্রী। 

ফের মোদীকে চিঠি দিলেন মমতা ব্যানার্জি। তবে এবার মমতার চিঠির বিষয় একটু ভিন্ন। মুখ্য মন্ত্রী চিঠিতে ২৩ জানুয়ারি নেতাজির জন্ম দিবসকে জাতীয় ছুটির দিন বলে ঘোষণা করার আর্জি জানিয়েছেন। তিনি লিখেছেন, ২৩ জানুয়ারি নেতাজির জন্ম দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার। মমতা এ বিষয়ে প্রধান মন্ত্রীকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। ২০২১ সালে নেতাজির ১২৫ তম জন্মদিনের আগেই জাতীয় ছুটি ঘোষণার দাবিও চিঠিতে লিখেছেন মুখ্য মন্ত্রী। পাশাপাশি নেতাজির অন্তর্ধান নিয়ে তথ্য জনসমক্ষে আনার দাবির কথা মোদীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি বলে নবান্ন সূত্রে খবর।

Comments are closed.