আমি বাজেটের বিরোধিতা করছি, আমাকেও গ্রেফতার করতে পারে। সিবিআই প্রসঙ্গে নাম করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
Related Posts
শুক্রবার কেন্দ্রীয় বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি শুনেছি মোদী অফিসারদের ঘরে ডেকে বলেন, একে ধরো, তাকে ধরো। বিরোধীদের ঘেরো।
এদিন দেশের মুখ্য নির্বাচনী কমিশনারের মিটিংয়ে কলকাতার পুলিশ কমিশনারের অনুপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওনার তিন বছর হয়ে গিয়েছে, উনি ছুটিতে আছেন। তাই যাননি।
এদিন সিবিআই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেন, তৃণমূলের যাকে খুশি ডাকা হচ্ছে। আমার ছবি এক্সিবিশন করে বিক্রি হয়েছে, সেই টাকারও হিসেব চাইছে ওরা।
Comments