ফেসবুকে রাজ্যের আর্থিক উন্নয়নের খতিয়ান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটের মুখে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফেসবুকে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, শেষ সাড়ে ৭ বছরে উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনায় তাৎপর্যপূর্ণ কৃতিত্ব অর্জন করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন প্রকল্পের পরিকাঠামো তৈরি এবং সামাজিক সম্পদ তৈরি, সব ক্ষেত্রেই কয়েক বছরে অভূতপূর্ব সাফল্য মিলেছে। এছাড়া রাজ্যের রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে গত কয়েক বছরে বেড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি ওই পোস্টে লেখেন, ২০১০-১১ সালে রাজ্যের নিজস্ব রাজস্ব আয় হয়েছিল ২১ হাজার ১২৮ কোটি ৭৪ লক্ষ টাকা। ২০১৮-২০১৯ সালে তা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট আর্থিক বছরে তা বেড়ে হয়েছে ৬২ হাজার ৭৪৬ কোটি ৫৮ লক্ষ টাকা। এছাড়া, রাজ্যের পরিকল্পনা খাতে বরাদ্দও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, গত ৭ বছরে প্রায় ছয় গুণ বেড়েছে পরিকল্পনা খাতে বরাদ্দ অর্থ। ২০১০-১১ সালে যেখানে পরিকল্পনা খাতে রাজ্য বরাদ্দ করেছিল ১৪ হাজার ৬১৫ কোটি ১৬ লক্ষ টাকা। তা ২০১৮-১৯ আর্থিক বছরে এসে দাঁড়ায় ৮৫ হাজার ৩২৮ কোটি ৫৩ লক্ষ টাকায়। পাশাপাশি, গত বছর রাজ্য সরকারের তরফে ট্যাক্স সেটলমেন্ট ডিসপুট স্কিম ঘোষণা করা হয়। তাতে চলতি বছরের ৩১ শে মার্চের মধ্যে ২৯ হাজার মামলা মিটমাট হয়েছে এবং ওই খাতে রাজ্যের রাজস্ব আয় হয়েছে প্রায় ৭৫৪ কোটি টাকা।

Comments are closed.