টিকার শংসাপত্রে মুখ্যমন্ত্রীর ছবি, সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

এতদিন করোনা টিকা নেওয়া পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া একটি শংসাপত্র পাওয়া যেত। শংসাপত্রের নীচে বাম দিকে থাকত ছবি। এবার করোনার টিকা নিলে শংসাপত্রে থাকবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি। যদিও এক্ষেত্রে প্রেক্ষিত আলাদা বলে জানাচ্ছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

নবান্নের ব্যাখ্যা, কেন্দ্রের তরফে জানানো হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণের জন্য রাজ্য টিকা কিনছে। সেক্ষেত্রে ১৮-৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন সার্টিফিকেটে মুখ্যমন্ত্রীর ছবি রাখাই যুক্তিযুক্ত।

এক স্বাস্থ্যকর্তা জানান, নির্দিষ্ট এই বয়সীদের টিকাকরণের জন্য বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বাবদ ইতিমধ্যেই রাজ্যের খরচ হয়েছে ১৫০ কোটি টাকা। রাজ্য সরকারের এই উদ্যোগের প্রমানস্বরূপ ভ্যাকসিন সার্টিফিকেটে মুখ্যমন্ত্রীর ছবি রাখা হয়েছে।

টিকা নেওয়ার পর গ্রহীতার ফোনে স্বাস্থ্য দফতরের কাছ থেকে একটি ম্যাসেজ আসবে। ম্যাসেজে থাকা লিঙ্কটি ক্লিক করে ডাউনলোড করলেই মিলবে মমতা ব্যানার্জির ছবি দেওয়া ভ্যাকসিন সার্টিফিকেট।

ভ্যাকসিন সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে কটাক্ষ করেছিল বিরোধীরা। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে বিজেপি প্রচার করছে বলেও বিরোধী দলের নেতা মন্ত্রীরা অভিযোগ করেছিলেন।

Comments are closed.