অজেয় সংহতি থেকে আহিরীটোলা সর্বজনীন, শহরের পুজোর উদ্বোধনে মুখ্য মন্ত্রী, দেখুন ফটো গ্যালারি

এবারই প্রথম ভার্চুয়ালি পুজো উদ্বোধন শুরু করেছেন মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তর ও দক্ষিণ বঙ্গ মিলিয়ে প্রায় দ্বিশতাধিক পুজোর উদ্বোধন করেছেন নবান্ন সভাঘর থেকে। পাশাপাশি শহরের হাতে গোনা কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধনেও পৌঁছে গেলেন তিনি।

গত ৩ দিন ধরে শহরের কয়েকটি পুজো মণ্ডপে গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন মমতা। কোথাও তাঁর গলায় শোনা যায় চণ্ডীপাঠ। আবার কোথাও শঙ্খ বাজিয়ে মাকে আহ্বান। সবমিলিয়ে করোনা কালেও বাঙালির শ্রেষ্ঠ উৎসবে বরাবরের মতোই উজ্জ্বল মমতা।

নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজোর উদ্বোধন বরাবর মুখ্য মন্ত্রীর হাতেই হয়। এবারও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। পাশাপাশি ২১ পল্লী সর্বজনীন, বোসপুকুর শীতলা মন্দির, বোসপুকুর তালবাগান, নাকতলা উদয়ন সঙ্ঘ, উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীন, খিদিরপুর ৭৪ পল্লী, বেহালা নূতন দল, বড়িশা ক্লাব, অজেয় সংহতির পুজো উদ্বোধন করেন মুখ্য মন্ত্রী।

Comments are closed.