অমিত বাবুর ছেলে রয়ে গেলেন,সৌরভ বাদ! ‘ক্ষতিপূরণে’ ওঁকে ICC-তে পাঠানো হোক: মমতা 

সৌরভ গাঙ্গুলিকে বোর্ড সভাপতির পদ থেকে সরানো নিয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে ‘দাদা’-কে যাতে আইসিসি নির্বাচনে লড়তে দেওয়া হয়, তা নিয়েও প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন মমতা ব্যানার্জি। 

সোমবার উত্তরবঙ্গ যাওয়ার পথে বিমানে ওঠার আগে সৌরভ প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। কোনও রাখঢাক না করে বলেন, কোর্টের রায় অনুযায়ী সৌরভ গাঙ্গুলি, অমিত শাহের ছেলে দু’জনেই আরও তিন বছরের জন্য বোর্ডের পদে থাকতে পারেন। জয় শাহ থেকে গেলেন অথচ সৌরভকে সরানো হল কেন? তৃণমূল নেত্রীর কথায়, ” সৌরভ আমাদের গর্ব। ও দক্ষতার সঙ্গে ক্রিকেট প্রশাসনের কাজ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও সৌরভকে বাদ দেওয়া হল। অথচ কেন জানি না অমিত বাবুর ছেলে রয়ে গেলন”। 

এখানেই না থেমে সৌরভকে আইসিসি নির্বাচনে লড়ানোরও দাবি তুলে দেন মুখ্যমন্ত্রী। বলেন, সৌরভকে যে ভাবে বাদ দেওয়া হয়েছে তা অন্যায়। ও প্রতিহিংসার শিকার। তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, সৌরভের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার একমাত্র ক্ষতিপূরণ হতে পারে আইসিসি। বলেন, ভারত সরকারের তরফে আইসিসি’তে যোগ্য প্রতিনিধি থাকা দরকার। এর আগে ভারত থেকে জগমোহন ডালমিয়া, শরদ পাওয়াররা আইসিসিতে প্রতিনিধিত্ব করেছেন। সৌরভেরও সেই যোগ্যতা রয়েছে। ওঁকে সারা পৃথিবীর লোক চেনে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করবো, সৌরভকে আইসিসি-র ভোটে লড়তে দেওয়া হোক। 

Comments are closed.