Corona Second Wave: লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা, জোড়া ট্যুইট মমতার

ভোট বাংলায় বেড়ে চলা করোনা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক দলগুলিকে বেশ কিছু নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে

রাজ্য তথা দেশে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা। রাজ্যের বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সোমবার এই বিষয়ে দুটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রথমে ট্যুইটে তিনি লেখেন, সারা দেশে জুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। রাজ্যের মানুষের সুরক্ষার জন্য সরকার সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও লেখেন, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। করোনা মোকাবিলায় ভ্যাকসিন, ঔষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চাওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী তাঁর দ্বিতীয় ট্যুইটে লেখেন, তিনি রাজ্যের শীর্ষ অধিকারীকদের কিছু নির্দেশ দিয়েছেন। অতিমারি পরিস্থিতি মোকাবিলায় আধিকারিকরা যাতে প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপ নেন এবং কোভিড মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করেন। মুখ্যমন্ত্রীর নয়া নির্দেশিকা বিষয়ে রাজ্যের মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট আধিকারিকরা সোমবার দুপুর দুটোয় একটি সাংবাদিক বৈঠক করবেন।

[আরও পড়ুন- Corona Second Wave: রাজ্যে বন্ধ সমস্ত স্কুল, এগিয়ে আনা হল গরমের ছুটি]

ভোট বাংলায় বেড়ে চলা করোনা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক দলগুলিকে বেশ কিছু নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। কলকাতায় আর কোনও বড় জমায়েত করবেন না বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। এদিকে সিপিএমের তরফে জানানো হয়েছে প্রচারে জন্য ছোট ছোট জনসভা করবে দল। সবমিলিয়ে নতুন করে কোরোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে উদ্বিগ্ন দেশের সব মহল।

Comments are closed.