সীতারাম ইয়েচুরিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে ট্যুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
রাজ্য এবং দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলছে। সম্প্রতি রাজ্য বিধানসভাতেও বিজেপির বিরুদ্ধে ইস্যুভিত্তিক লড়াইয়ের জন্য কংগ্রেস এবং বামেদের কাছে আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী ইভিএম বাতিল থেকে শুরু করে কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি, অনেক ইস্যুতেই একই সুরে কথা বলছেন বিরোধী নেতা-নেত্রীরা। এই পরিস্থিতিতে সিপিএম সাধারণ সম্পাদককে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানানো তাৎপর্যপূর্ণ বিষয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূল শিবিরের বক্তব্য, এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই। এর আগে তৃণমূল নেত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।